
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের সিংড়ায় চলন্ত ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে তিনটি মোটরসাইকেলসহ ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদকসহ ৩জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের শেরকোল বাজারে এঘটনা ঘটে।
উপজেলার শেরকোল বাজারে যানবাহন থেকে চাঁদা আদায়ের খবর পেয়ে গোপন সংবাদ এর ভিক্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিক্তিকে অভিযান পরিচালনা করে তিনটি মোটরসাইকেলসহ তাদের তিনজন কে আটক করা হয়।
আটককৃতরা হলেন,
১। মোঃ জয়নাল আবেদীন (৪২) পিতা মৃত আছির উদ্দিন, (শেরকোল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক) সাং শেরকোল পাঁঁচ বাড়িয়া,
২। মোঃ মিলন হোসেন (৩৮) পিতা আব্দুস সামাদ, সাং শেরকোল পাঁচবাড়িয়া, ৩। মোঃ পলাশ (৩৫) পিতা আব্দুস সামাদ, সাং শেরকোল শ্রীরামপুর, সর্ব থানা সিংড়া, জেলা নাটোর।
জব্দকৃত মোটরসাইকেলসহ আটককৃতদের সিংড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এধরণের অভিযান অব্যহত আছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনী কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।