
নিজস্ব প্রতিবেদক,
সম্প্রতি একটি মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে ইউপি সদস্য ইমরান হোসেন কালু দাবি করেন, তিনি গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়ে আসছেন। কিন্তু একই সময়ে পাওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, তিনি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক বৈঠকে অংশ নিচ্ছেন এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যারা নিজেরেকে নির্যাতিত দাবি করেন, তারা কীভাবে প্রকাশ্যে নির্যাতনকারীদের সঙ্গে বৈঠকে অংশ নেন? স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, ইমরান হোসেন কালুর রাজনৈতিক অবস্থান ও বক্তব্যে স্পষ্ট দ্বিচারিতা রয়েছে, যা তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।
এ বিষয়ে ইমরান হোসেন কালুর পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।