
নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর উপজেলার কাচিকাটা এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল কাচিকাটা এলাকায় অভিযান চালায়। এ সময় দুই সন্দেহভাজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন–
১. মো. সুমন (পিতা: মজিবর রহমান)
২. আনিসুর রহমান (পিতা: লোকমান হোসেন)।
ঘটনার পরপরই অভিযুক্তদের আইনি প্রক্রিয়ার জন্য গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে এবং কোনো ধরনের অপরাধকে ছাড় দেওয়া হবে না। এলাকার যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতেই এই কঠোর অবস্থান।
এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। তাঁরা জানান, “মাদকের বিরুদ্ধে সেনাবাহিনীর এই ধরনের পদক্ষেপ সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে এমন অভিযান আরও বাড়ানো প্রয়োজন।”