
জেলা প্রতিনিধি, নাটোর।
নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২/২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসির কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে
বুধবার ( ৩০ জুলাই -২০২৫) দুপুরে নাটোর জেলা শিক্ষা অফিস ও নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসমা শাহীন
জেলা প্রশাসক, নাটোর।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আব্দুল্লাহ আনসারী, একাডেমিক সুপারভাইজার, নলডাঙ্গা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জান্নাত আরা ফেরদৌস
অতিরিক্ত জেলা প্রশাসক, নাটোর। রোস্তম আলী হেলালি জেলা শিক্ষা অফিসার, নাটোর। আশিকুর রহমান, উপজেলার সহকারী কমিশনার ভূমি, নলডাঙ্গা, মোঃ সাইদুর রহমান, উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার প্রমূখ। কৃতি শিক্ষার্থীদের মাঝে এসএসসির ১৬ জনকে দশ হাজার করে টাকা ও এইচএসসির ১৬ জনকে পঁচিশ হাজার করে টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।