
শফিউল আলম রানা,
মদন উপজেলা প্রতিনিধিঃ
নেত্রকোনার মদনে তানজীনা আক্তার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
রবিবার (২০ জুলাই) আনুমানিক রাত ৯ টার দিকে উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী ভূইয়াহাটি গ্রামে স্বামীর বাড়ির ঘরের বারান্দার আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন তিনি।
তানজিনা আক্তার কৃষক সুমনের স্ত্রী
ও কেন্দুয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কাওরাট গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে।
জানা যায়, ২ বছর আগে কদমশ্রী গ্রামের আবুল হোসেনের ছেলে সুমন (২৫) এর সঙ্গে পারিবারিকভাবে তানজিনা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে ৯ মাসের একটি ছেলে সন্তান রয়েছে।
এ ব্যাপারে তানজিনা আক্তারের পিতা হুমায়ুন কবির বলেন,আসরের নামাজের সময় আমার পরিবারের সঙ্গে আমার মেয়ে তানজিনা আক্তারের কথা হয়েছে।কিন্তু কিছুক্ষণ পরে খবর আসে বাড়িতে আমার মেয়ে আত্মহত্যা করে মারা গেছে।
কেন মারা গেছে কি কারনে মারা গেল এখনো কিছুই জানা যায়নি । রশি দিয়ে ঘরের বারান্দার কাটের বর্গার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে শুনেছি।
মদন থানার (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান
বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।