
মো:মোজাম্মেল হক,উখিয়া প্রতিনিধি:
টেকনাফ থেকে কক্সবাজার মুখ আশা এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে ২০,হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের রেজুখাল চেকপোস্টে এই অভিযান পরিচালনা করে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
আটককৃত ব্যক্তির নাম আরাফাত হোসেন (২৪)। তিনি টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার মাইনুল স্কুল রোড এলাকার জহির আহমেদের ছেলে।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বেলা আনুমানিক পৌনে বারোটার দিকে বিজিবির রেজুখাল চেকপোস্টের একটি নিয়মিত তল্লাশী দল টেকনাফ থেকে কক্সবাজারের দিকে আসা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয়। পরে মোটরসাইকেলটি তল্লাশী করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং আরোহীর ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোনও জব্দ করে বিজিবি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃত আসামীকে প্রচলিত আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।