
তৌফিকুর রহমান তাহের , সুনামগঞ্জ প্রতিনিধি
(সুনামগঞ্জ) শান্তিগঞ্জে লেগুনা-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হওয়া খবর পাওয়া গেছে৷ এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ যাত্রী৷
(বৃহস্পতিবার)২৪ জুলাই দুপুরের সময় উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলি এলাকায় দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এই সড়ক দুর্ঘটনাটি ঘটে৷ নিহতরা হলেন দিরাই উপজেলার ঢুলপশি গ্রামের প্রতুল রঞ্জন চক্রবর্তীর ছেলে প্রদ্যুৎ চক্রবর্তী(৩৫), দিরাই উপজেলার কাদিরপুর ধল গ্রামের হাসান আলীর মেয়ে হুমায়রা আক্তার (৪)।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরেরদিকে গাগলী এলাকায় সুনামগঞ্জগামী লেগুনার সাথে দিরাইগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালক।স্থানীয়রা অন্য আরও ৭ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শিশু মৃত্যু হয়৷ অন্যান্য আহতরা চিকিৎসাধীন আছেন৷
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।