
নাটোর প্রতিনিধি
নাটোরে সেনাবাহিনীর পৃথক অভিযানে দেশীয় তৈরি মদ, মদ তৈরির সরঞ্জাম ও গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। বড়াইগ্রাম ও সদর উপজেলায় বৃহস্পতিবার ও শুক্রবার এসব অভিযান পরিচালনা করা হয়।
বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার দক্ষিণ গ্রামে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে লিন্টু গোমেজ (৪৪) নামে একজনকে আটক করা হয়। তার বাড়ি থেকে ৪ লিটার বাংলা মদ ও প্রায় ৪০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
একইদিন ভোরে নাটোর সদরের সাতুরিয়া পালপাড়া গ্রামে ৩০ লিটার চোলাই মদ ও সরঞ্জামসহ আটক করা হয় রবি পাহান (৪৫) নামের এক ব্যক্তিকে।
অপরদিকে, বনপাড়ার হারোয়া পূর্বপাড়া গ্রামে বৃহস্পতিবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ আমিরুল ইসলাম (৪০) নামে একজনকে আটক করা হয়।
তিনজনকেই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা সেনা অভিযানের প্রশংসা করে বলেন, এ ধরনের অভিযান মাদকের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।