
মানিক দাস
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আজ সকাল ১১ টায় বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের জেলা শাখার আহবায়ক এ্যাডঃ সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে এবং সদস্য সচিব একে কিবরিয়া স্বপনের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল,
এ সময় ফরিদপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন। তারা বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।
বক্তারা বলেন আগামী দিনে সরকার পতনের আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণ করার আহবান জানান। এছাড়া কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে
আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় ঘটিকায় দলীয় কার্যালয়ের সম্মূখ হতে লিফলেট বিতরণ শুক্রবার বিকাল সাড়ে তিনটায় ঘটিকায় দলীয় কার্যালয় হতে রাজবাড়ী রাস্তার মোড় পর্যন্ত গনমিছিল।
শনিবার বেলা ১১ টায় দলীয় কার্যালয়ের সম্মূখ হতে রাজবাড়ী রাস্তায় মোড় পর্যন্ত পদযাত্রার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কবিরুল ইসলাম।