
নাজমুল হক
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোণা জেলার কলমাকান্দার লেংগুড়া বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারের পক্ষ থেকে সহযোগিতা করার দাবি জানিয়েছেন নেত্রকোনা-১ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি গোলাম রাব্বানী।
শনিবার দুপুরে সরেজমিনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেখতে গিয়ে তিনি এ দাবি জানান। তিনি আরও বলেন, সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের ২১টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীরা সরকারের পক্ষ থেকে সহযোগিতা পেলে কিছুটা স্বস্তি ফিরবে।
উল্লেখ্য, গত শুক্রবার সকাল ৮টার দিকে লেংগুড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে ছাই হয়ে যায় ২১টি দোকান ঘর। এছাড়াও ব্যবসায়ীদের প্রায় দুই কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কলমাকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক রিপন মিয়া, জাতীয় যুব সংহতির সভাপতি জুবায়ের হাসান, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, দূর্গাপুর উপজেলা শাখার জাতীয় পার্টির সভাপতি ফেরদৌস আলম খান, সাধারণ সম্পাদক সাইদুল হক স্বপন, নাজিরপুর ইউনিয়নের জাতীয় পার্টির নেতা ইদ্রিস মিয়া, হারেছ মিয়া, মো. মোশাররফ হোসেন, লেংগুড়া ইউনিয়নের মো. ফজলুল হক ও বরখাপন ইউনিয়নের নুরুল ইসলাম ফকির, কৈলাটি ইউনিয়নের সাজল মিয়া’সহ অন্যান্য
নেতাকর্মীবৃন্দ।