
মানিক দাস
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর শাইখুল হাদিস পরিষদের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
আজ বিকেল পাঁচটায় ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে ফরিদপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন সংগঠনের সভাপতি মুফতি শাকের আহমাদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আল্লামা হেলাল উদ্দিন সাহেব, মাওলানা আমজাদ হোসাইন, মাওলানা মাহমুদুল কবির, মুফতি জাফর আহমাদ, মুফতি আনিসুর রহমান, মুফতি আবু নাসির, মাওলানা সোবহান মাহমুদ, মুফতি মাহবুবুর রহমান প্রমূখ।
এ সময় নেতৃবৃন্দ আল্লামা মামুনুল হক সহ সকল কারাবন্দি ওলামায়ে কেরামের নিঃশর্ত মুক্তি দাবি করেন।