
নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনা সরকার আমাদের দরকার।
শেখ হাসিনা সরকার আমাদের উন্নয়ন দরকার।
আমাদের বাড়ি সেই ছোট্ট গ্রামে একদিন বিদ্যুৎ ছিল না, এ কথাটি সবাই জানে।
এখন ঘরে ঘরে বিদ্যুৎ শান্তি পাই প্রাণে, চার দিকে আলো গ্রামে গ্রামে।
শেখ হাসিনা সরকার আমাদের দরকার
আমাদের বাড়ির সেই ছোট্ট গ্রামে, একদিন রাস্তাঘাট ছিল না, এ কথাটি সবাই জানে
এখন আমাদের চার দিকে রাস্তা, টাটকা তরকারি পাই
আর সস্তা, টাকা আয় করি ভালো, শেখ হাসিনা সরকারের প্রতি আমাদের ভীষণ আস্তা।
শেখ হাসিনা সরকার আমাদের দরকার,
আমাদের বাড়ি সেই ছোট্ট গ্রামে, একদিন আমাদের স্কুল ছিল না,
এ কথাটি সবাই জানে।
এখন আমাদের গ্রামে গ্রামে স্কুল আছে,
শিক্ষার আলো পেয়ে সবাই হাসে,
স্কুলের ভবনগুলো কত সুন্দর, পাহাড় সমান,
শিক্ষার আলো পেয়ে সোনার বাংলার
সুনাম ছড়াবো সাড়া জাহান।
শেখ হাসিনা সরকার আমাদের দরকার,
আমাদের গ্রামে ছোট নদী, বড় নদী
কোথাও ব্রীজ ছিল না এ কথাটি সবাই জানে,
এখন আমাদের ছোট নদী বড় নদীতে, ব্রীজ আছে
দু-পাড়ের মানুষগুলো দেখি এক হয়ে গেছে।
পদ্মা, মেঘনা, যমুনা হাজারো নদীর মাঝে, বড় বড় ব্রীজ দেখা যায়,
মহাশূন্যে ভাসে।
শেখ হাসিনা সরকার আমাদের দরকার
আমাদের এলাকায় ছোট-বড় শহরে,
হাইওয়ে বিশ^রোড ছিল না, এ কথাটি সবাই জানে,
এখন আমাদের ছোট-বড় শহরে, হাইওয়ে বিশ^রোড আছে,
লাকো কোটি গাড়ি, যায় আর আসে।
আমাদের এলাকায় ছোট-বড় শহরে উড়াল সেতু ছিলনা,
জীবনে দেখি নাই এ কথাটি সবাই জানে,
এখন আমাদের ছোট-বড় শহরে, শত শত উড়াল সেতু,
পাখির ন্যায় ডানা মেলে আকাশে উড়ে, দেখি বারে বারে।
শেখ হাসিনা সরকার আমাদের দরকার,
আরও কত হাজারো উন্নয়নে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোঁয়ায়
সোনার বাংলাদেশ যায় এগিয়ে।
চলরে চল সকল তরুণ সমাজ, বঙ্গবন্ধুর স্বপ্নের নৌকায় চড়ে,
আওয়ামীলীগের নিশান, পাল উড়িয়ে,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলে যোগ দিতে যাবো, মনে ভীষণ আনন্দ লাগে।
বাঙ্গালী জাতির পিতা, সোনার বাংলার স্বাধীনতার মহানায়ক ,
বঙ্গবন্ধুর স্বপ্ন আজ সত্যি হলো,
আজ সোনার বাংলার জনগণের স্ববপ্ন সত্যি হলো,
বঙ্গবন্ধুতো তিনি নিজের জন্য স্বপ্ন দেখেননি, তিনি স্বপ্ন দেখেছেন
সোনার বাংলার গরীব, অসহায়, সকল স্তরের মানুষদের জন্য।
তিনি স্বপ্ন দেখেছেন বাংলার শিশু কিশোর, কিশোরীর জন্য,
তিনি স্বপ্ন দেখেছেন সোনার বাংলাদেশের জন্য।
আজ বঙ্গবন্ধুর স্বপ্ন ও বাংলার সকল মানুষের স্বপ্ন সত্যি হলো,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।
তাহার অজ¯্র উন্নয়নের ছোঁয়ায়, বাংলাদেশ উন্নত হলো, স্মার্ট হলো,
বাংলার মানুষ শান্তি পেল, বাংলার মানুষ ধন্য হলো।
শেখ হাসিনা সরকার আমাদের দরকার, শেখ হাসিনা সরকার আমাদের দরকার।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরঞ্জিবী হোক।