
সাইফুল আলম দুলাল
কেন্দুয়া (নেএকোনা) প্রতিনিধিঃ
গন্ডা ইউনিয়ন আওয়ামিলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২০০৪ সালের ২১ শে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত সকল শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকালে গন্ডা ইউনিয়নে গন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও স্মার্ট বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য ২০০৪ সালের ২১ শে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত সকল শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় গন্ডা ইউনিয়ন আওয়ামিলীগের সহ সভাপতি আব্দুল লতিফ আকন্দের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবুল ভূঞা ও যুব লীগ নেতা কামরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু।
এর আগে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জনাব হাজী মকবুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গন্ডা ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক নরুল ইসলাম ফারুক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কামাল আহমেদ, গন্ডা ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কাঞ্চন ফেরদৌস, উপজেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, রিপন চৌধুরী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সাইকুল ইসলাম বাদল,উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু বিষয়ক পরিষদের সভাপতি সোহেল রানা, দলপা ইউপি যুব লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উপজেলা ও ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ ইলেক্ট্রিক ও প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আরেকটি ১৫ আগস্ট ঘটানোর ষড়যন্ত্র হিসাবেই ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়ে ছিল। আল্লাহর রহমতে আইভি রহমানসহ ২৪ জন নিহত হলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে যান।তিনি আরো বলেন, শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। তাই দলকে ঐক্যবদ্ধ রেখে দেশের উন্নয়নের স্বার্থে পুনরায় নৌকাকে বিজয়ী করতে হবে।