
সাইফুল আলম দুলাল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও কেন্দুয়া মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার কাবেরী জালালের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বজলুর রহমানর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাংসদ ও বাংলাদেশ আওমীলীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা ও কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলী হোসেন পিপিএম।
এছাড়াও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম ফারুকী ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গোলাম জিলানী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ঢাকা বিশ্ববিদ্যালয় যাওয়ার কথা ছিলো। যে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের পক্ষে তিনি কথা বলেছিলেন। কিন্তু সেখানে তাঁর আর যাওয়া হয় নি। স্বাধীনতা বিরোধী শক্তি স্বপরিবারে তাকে হত্যা করে। যা কিনা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। তাই আজকে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। যেনো কোন ভাবেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি মাথা তুলে দাঁড়াতে না পারে।