
সাইফুল আলম দুলাল
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে “সার্বজনীন পেনশন স্কিম” সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালালের সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, (কেন্দুয়া – আটপাড়া) সহকারী সার্কেল পুলিশ সুপার মোঃ হোসাইন মোহাম্মদ ফারাবী, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলী হোসেন পিপিএম,রূপালী ব্যাংকের ম্যানেজার মোঃ খায়রুল ইসলাম, সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ শহীদুল্লাহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দুয়া বাজার কমিটির সভাপতি মোঃ এনামুল হক ভূঞা,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও সুধী সমাজ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সকল শ্রেণির মানুষের সুরক্ষায় এই সার্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে।তিনি আরও বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী সার্বজনীন পেনশন স্কিম চালু করেছেন।