
বুলবুল আহমেদ
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৭নং গাগলাজোড় ইউনিয়নের মান্দারবাড়ী গ্ৰামবাসীর দীর্ঘদিনের প্রানের দাবী মান্দারবাড়ী গ্ৰামের গোরস্থানের রাস্তাটি। বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার মনোয়ার তালুকদারের বাড়ীর সামনের পাখা রাস্তার দক্ষিন সাইড হতে, সোজাসোজি গ্ৰামের গোরস্তানের রাস্তাটি।এই রাস্তায় মাটি বর্ষাকালে বন্যার পানিতে মাটি নষ্ট হয়ে যাওয়াতে,বর্ষাকালে বেহাল দশা্ সৃষ্টি হয়,বর্ষার দিনে গ্ৰামের কেউ মারা গেলে লাশ নিয়ে যেতে সমূহ দূর্ভোগ পোহাতে হয়।গ্ৰামের বিভিন্ন পাড়া থেকে লাশ নিয়ে গোরস্থানে নিয়ে লাশ দাফন করতে ভীষণ কষ্ট ও কঠিন হয়ে যায়।
ভাটি বাংলার হাওরপুত্র,মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব,রর্তমান মোহনগঞ্জ,মদন,খালিয়াজুড়ির এমপি মহোদয়, জনাব সাজ্জাদুল হাসান স্যার এই রাস্তাটি নির্মাণের ব্যবস্তা করবেন বলে,একজনসভায় গ্ৰামবাসীকে আস্থত্ব করেছিলেন।
এখন রাস্তাটি নির্মানের প্রক্রিয়া চলছে,কিন্তু এলাকার কিছু কুচক্রি মহল নিজেদের ব্যাক্তিগত সুবিধার জন্য ,উক্ত রাস্তাটি নদীর পাড়ের ভাঙ্গন এলাকায়,পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বেরিবাঁধের উপর দিয়ে নিতে দাবী করছে, নিজেদের বাড়ীর পাশের রাস্তা পাকাপোক্ত করার জন্য পায়তারা করছে,উল্যেখ্যযে,মূলত মান্দারবাড়ী গোরস্তানের জন্য সরকারী রাস্তা হলো বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার মরহুম মনোয়ার তালুকদারের বাড়ীর সামনে অর্থাৎ গাগলাজোড় বাজার থেকে মান্দারবাড়ীর ভিতর দিয়ে, গাগলাজোড়ের কাচারী ও ইউনিয়ন পরিষদের পাকা রাস্তার দক্ষিনে,মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার বাড়ীর পশ্চিম ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলীর বাড়ীর পিছন দিয়ে মে রাস্তাটা সেটাই মান্দারবাড়ী গ্ৰামের গোরস্তানের একমাত্র পথ ,তাহলে এই রাস্তাটি বাস্তবায়ন করতে অন্য লোকেশান দিয়ে রাস্তা ,সরকারী বেরিবাধ দিয়ে নিতে পারলে, নিজেদের বাড়ী দিয়ে সরকারী গোরস্তানের রাস্তাটি হয়ে যায়,এতে করে সারা গ্ৰামের লোকের জন্য দূরে ও ভোগান্তির কারন হবে।কিছু অসাধু লোক,সুবাধাবাদী লোক আমাদের হাওর পুত্র ,উন্নয়নের রুপকার,ভাটিবাংরার রত্ম,আমাদের সেই কাঙ্খিত সাংসদ সাজ্জাদুল হাসান এমপি মহোদয় স্যারকে ভুল বুঝিয়ে,ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে, জাতীর শ্রেষ্ট সন্তান, ৩ জন বীর মুক্তিযোদ্ধার বাড়ীর পাশ দিয়ে এই গ্ৰামের সাবেক রাস্তার নকশা পাল্টানোর জন্য মরীয়া হয়েছে একদল কুচক্রী মহল।ওরা কারা ?আজ গ্ৰামের বিজ্ঞ ও সুশীল সমাজ,সাধারন জনগন জানতে চায় ওরা কারা?ওদের কুঠির জোর কোথায় সাধারন লোকের আজ এটাই প্রশ্ন,এলাকা বাসীর প্রশ্ন। বেশীরভাগ গ্ৰামবাসীর অধিকার হরণের অপচেষ্টাকারীদের দমন করে গ্ৰামের মাঝামাঝি প্রকৃত সাবেক গোরস্থানের রাস্তা সংস্কার বা নির্মানের দাবি জানাচ্ছে এলাকার সাধারন জনগন।