
মোঃ সাহাবুল আলম
নাটোরের বড়াইগ্রামে নাশকতার মামলায় ১ নং জোয়াড়ি ইউনিয়ন জামায়াত এর নায়েব এ আমীর ইব্রাহিম পাটোয়ারী কে আটক করেছে পুলিশ
ঢাকায় নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে বড়াইগ্রাম উপজেলা থেকে জামায়াত নেতা ইব্রাহীম পাটোয়ারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী বাজার থেকে তাঁকে আটক করা হয়েছে।
বড়াইগ্রাম থানার কর্মকর্তা ওসি মো. শফিউল আযম আটকের বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছন।
আটক ইব্রাহীম পাটোয়ারী বড়াইগ্রাম উপজেলার ১নং জোয়ার ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর।
বড়াইগ্রাম থানার কর্মকর্তা (ওসি) শফিউল আযম জানান, শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী বাজার থেকে জোয়ার ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীরকে আটক করেছে পুলিশ। তিনি গত ২৮ অক্টেবর ঢাকায় নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।