
নাটোর জেলা প্রতিনিধিঃ
মানুষর মৃত্যু হয় তা ভাবনাতেও আসে না। শিহরিত হই নিউজটি লিখতে। বাসটি পথিমধ্যে নষ্ট হয়ে যায়। স্ত্রী’কে বাসের সীটে বসিয়ে রেখে একমাত্র শিশু পুত্রকে সাথে নিয়ে মহাসড়কের পাশে রেললাইনে প্াপ্া স্রাব করতে যায় স্বামী। ছেলেকে প্রস্রাব করানোর পর নিজেই একই কাজটি করা র সময় ছেলে রেললাইনের উপরে ওঠে। ওদিকে ট্রেনও কাছাকাছি চলে আসে। দৌড়ে ছেলেকে বাঁচাতে গিয়ে কাটা পড়ে মারা যায় বাবা-ছেলে। নিহত বাবা-ছেলের নাম রতন (৩২) ও সানি (৪)। রতন নাটোরের বড়াইগ্রামের জোনাইল আদগ্রামের আল াউদ্দিন প্রামাণিকের ছেলে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের এলেঙা এলাকায় শুক্ রবার রাত ৮টার দিকে। রতন তার স্ত্রী ও সন্তানকে নিয়ে কর্মস্থল ঢাকা য় যাচ্ছিলেন। তারা বিকাল ৪টার দিকে আদগ্রামের নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং অবশেষে বাবা-ছেলে লাশ হয়ে ফিরে আসে।