ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
জোনাইলে চেয়ারম্যান পলাতক, ইউনিয়নবাসী চরম দুর্ভোগে লালপুরের গোপালপুরে সেনা অভিযানে ফার্মেসি থেকে ইয়াবাসহ আটক ১ পাঁচবিবির ভাল্লুকগাড়ি গ্রামে রাস্তার জায়গা জবরদখল: মামলা-হামলায় অতিষ্ঠ ৪ ভাইয়ের পরিবার ঈশ্বরগঞ্জে বজ্রপাতে ১ জনের মৃত্যু। গুদামে মজুদে গরমিল: উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে শোকজ বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা শাল্লায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত বারহাট্টায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত। ময়ামারী গ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত ৷ চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

নাটোরে তদবির-অর্থ লেনদেন ছাড়াই চাকরি পেলেন ৪২ তরুণ-তরুণী

  • সাহাবুল আলম
  • আপডেট টাইমঃ ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • ৫২ বার

স্টাফ রিপোর্টার

মেধা ও যোগ্যতার ভিত্তিতে নাটোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশের চাকরি পেলেন ৪২ জন তরুণ-তরুণী। এ চাকরি পেতে অনলাইনে আবেদন করতে জনপ্রতি খরচ হয়েছে মাত্র ১২০ টাকা। কোনো রকম তদবির ও অর্থ লেনদেন ছাড়াই বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়ে আবেগাপ্লুত হয়েছেন নির্বাচিতরা। পরিবারের সদস্যরাও হয়েছেন খুশিতে আত্মহারা।

শনিবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে পুলিশ লাইন্সের ড্রিলশেডে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার তারিকুল ইসলাম। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৩৬ জন পুরুষ ও ৬ জন নারী প্রার্থী নিয়োগ বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হয়।

নির্বাচিতদের নাম ঘোষণার মুহূর্তে পুলিশ লাইন ড্রিলশেডে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এসময় কৃতকার্যরা উল্লাস করেন। শেষ ধাপে এসে বাদ পড়ায় অনেকে কান্নায় ভেঙে পড়েন।

পুলিশে চাকরি পাওয়া মাছুমা আক্তার সুমা দৈনিক পূর্বাভাস বলেন, আমার বাবা একজন প্রতিবন্ধী। তিন বোনের মধ্যে আমিই ছোট। অনলাইনে ১২০ টাকা ফি দিয়ে আবেদন করেছিলাম। আর‌‌ কোনো টাকা লাগেনি। কখনো ভাবতেই পারিনি আমার এভাবে চাকরি হবে। আজ আমি অনেক খুশি।

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৮৮ জনের মধ্যে ৪২ জনকে প্রাথমিকভাবে যোগ্য বলে বিবেচিত হয়েছেন। ৩ জনকে অপেক্ষমাণ রাখা হয়েছে। যারা বাদ পড়েছেন তাদের জন্য সামনে আরও সুযোগ রয়েছে।

এসময় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার।

প্রসঙ্গত, নাটোরে ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরির জন্য প্রথম ধাপে ২২৭৫ প্রার্থী জন অংশগ্রহণ করেন। যাচাই-বাছাই, শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা ও আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা পর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৮৮ জন। উত্তীর্ণ প্রার্থীরা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। যার ভেতর ৩৬ জন পুরুষ ও ৬ জন নারীসহ মোট ৪২ জন প্রার্থী নিয়োগ বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হয়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

জোনাইলে চেয়ারম্যান পলাতক, ইউনিয়নবাসী চরম দুর্ভোগে

নাটোরে তদবির-অর্থ লেনদেন ছাড়াই চাকরি পেলেন ৪২ তরুণ-তরুণী

আপডেট টাইমঃ ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪

স্টাফ রিপোর্টার

মেধা ও যোগ্যতার ভিত্তিতে নাটোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশের চাকরি পেলেন ৪২ জন তরুণ-তরুণী। এ চাকরি পেতে অনলাইনে আবেদন করতে জনপ্রতি খরচ হয়েছে মাত্র ১২০ টাকা। কোনো রকম তদবির ও অর্থ লেনদেন ছাড়াই বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়ে আবেগাপ্লুত হয়েছেন নির্বাচিতরা। পরিবারের সদস্যরাও হয়েছেন খুশিতে আত্মহারা।

শনিবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে পুলিশ লাইন্সের ড্রিলশেডে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার তারিকুল ইসলাম। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৩৬ জন পুরুষ ও ৬ জন নারী প্রার্থী নিয়োগ বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হয়।

নির্বাচিতদের নাম ঘোষণার মুহূর্তে পুলিশ লাইন ড্রিলশেডে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এসময় কৃতকার্যরা উল্লাস করেন। শেষ ধাপে এসে বাদ পড়ায় অনেকে কান্নায় ভেঙে পড়েন।

পুলিশে চাকরি পাওয়া মাছুমা আক্তার সুমা দৈনিক পূর্বাভাস বলেন, আমার বাবা একজন প্রতিবন্ধী। তিন বোনের মধ্যে আমিই ছোট। অনলাইনে ১২০ টাকা ফি দিয়ে আবেদন করেছিলাম। আর‌‌ কোনো টাকা লাগেনি। কখনো ভাবতেই পারিনি আমার এভাবে চাকরি হবে। আজ আমি অনেক খুশি।

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৮৮ জনের মধ্যে ৪২ জনকে প্রাথমিকভাবে যোগ্য বলে বিবেচিত হয়েছেন। ৩ জনকে অপেক্ষমাণ রাখা হয়েছে। যারা বাদ পড়েছেন তাদের জন্য সামনে আরও সুযোগ রয়েছে।

এসময় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার।

প্রসঙ্গত, নাটোরে ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরির জন্য প্রথম ধাপে ২২৭৫ প্রার্থী জন অংশগ্রহণ করেন। যাচাই-বাছাই, শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা ও আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা পর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৮৮ জন। উত্তীর্ণ প্রার্থীরা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। যার ভেতর ৩৬ জন পুরুষ ও ৬ জন নারীসহ মোট ৪২ জন প্রার্থী নিয়োগ বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হয়।