
মোঃ আল আমিন, পাঁচবিবি (জয়পুরহাট):
তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে।
রবিবার (২ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল হাকিম মন্ডল। এছাড়াও বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, মো. তোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা জুই বেগম, স্মার্ট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এহতেশামুর রহমান, আশরাফুর রহমানসহ আরও অনেকে।
বক্তারা নতুন ভোটারদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।