
তোফিকুর রহমান তাহের সুনামগঞ্জ জেলা সংবাদদাতা:
২৪-এর গণঅভ্যুত্থান থেকে উঠে আসা শিক্ষা, ঐক্য ও মুক্তির ব্যানারে চেতনা”—এই মূলমন্ত্র ধারণ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জগন্নাথপুর উপজেলা শাখা এক গঠনমূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য তানভীর আহমেদ চৌধুরী।
সভা সঞ্চালনা করেন জগন্নাথপুর উপজেলার প্রতিনিধি কাউসার তালুকদার।
এছাড়া উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলার প্রতিনিধি মুফাসসির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, এবং জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ_ ওসমান গনি, রেদওয়ান হক নিহাল, শরিফ উদ্দিন, মানিক সায়মন প্রমূখ।
১৩ জুন ২০২৫ ইং (শুক্রবার) বিকাল ৪টার সময় জগন্নাথপুর হাজেরা মার্কেটের ২য় তলায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, ছাত্র সমাজের অধিকার আদায় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। অংশগ্রহণকারীরা একমত পোষণ করেন যে ২৪-এর গণঅভ্যুত্থান কেবল একটি সময়কাল নয়, বরং একটি চলমান সংগ্রামের প্রতীক, যা নতুন প্রজন্মকে পথ দেখাচ্ছে।
প্রধান অতিথি তানভীর আহমেদ চৌধুরী বলেন—
“২৪-এর গণঅভ্যুত্থান আমাদের শিক্ষা দিয়েছে, সংগ্রামের মাধ্যমে কীভাবে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা যায়। শিক্ষা, ঐক্য ও মুক্তির পথে আমাদের আন্দোলন শুধু অব্যাহতই নয়, আরও বিস্তৃত হচ্ছে। গণতান্ত্রিক ছাত্র সংসদ এই ঐতিহাসিক দায়িত্ব পালনে বদ্ধপরিকর।”
এই মতবিনিময় সভা উপস্থিত ছাত্র প্রতিনিধিদের মাঝে নতুন করে ঐক্যের বার্তা ছড়িয়ে দেয় এবং আন্দোলনের গতি বাড়িয়ে তোলে। সভার শেষাংশে সকল নেতাকর্মী আগামী দিনের সংগ্রামকে আরও সুসংগঠিত ও কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করেন।