
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
আষাঢ়ের প্রথম দিনে অশ্রুসিক্ত নয়নে অবসরজনিত বিদায় নিলেন তেলিগাতী সরকারী কলেজের অধক্ষ্য (ভারপ্রাপ্ত) আজিজুল হক (চন্দন) ।
তেলিগাতী সরকারি কলেজের
ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সাবেক অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত)
আজিজুল হকের অবসরজনিত বিদায় সংবর্ধনা ১৫ জুন ২০২৫ রোজ: রোববার সকাল ১১. ০০ ঘটিকায় কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,
তেলিগাতী সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর
খন্দকার মাহফুজুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন তেলিগাতী সরকারি কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব মো. লুৎফর রহমান,
সভাপতিত্ব করেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ও শিক্ষক পরিষদের সম্পাদক জনাব, মোশাররফ হোসেন। অনুষ্টানটি সঞ্চালনা করেন
রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান
শফিকুল ইসলাম খান। আরও বক্তব্য রাখেন, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: মাসুম মিয়া, ক্রীড়া শিক্ষক মাসুদ রানা, এ সময় বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুল হক চন্দনের পরিবারসহ
অন্যান্য শিক্ষক, কর্মকতা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। কলেজের ক্যাম্পাস ছিল ছাত্র-ছাত্রীদের কলকাকুলিতে মুখরিত। আলোচনা শেষে বিদায়ী সংগীত নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।
বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অশ্রুসিক্ত চোখে বিদায় জানানো হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুল হক চন্দন ২ অক্টোবর ১৯৯৩ যোগদান করেন। এবং ২০২৫ এর ১৫ জুন অবসর গ্রহণ করেন।