
বারহাট্টা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রেজভি আর নেই। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজনসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আজ বুধবার (২৪ জুলাই) জোহরের নামাজের পর বারহাট্টা জামিয়া মিফতাহুল উলুম মাদরাসার মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মোস্তাফিজুর রহমান রেজভি বারহাট্টা উপজেলার জনপ্রিয় একজন জননেতা ছিলেন। তিনি দীর্ঘদিন বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। একইসঙ্গে বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে নেত্রকোনার রাজনৈতিক অঙ্গনে রেখে গেছেন অমলিন ছাপ। তাঁর মৃত্যুতে বারহাট্টাসহ জেলার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।