
(নেত্রকোনা, বারহাট্টা প্রতিনিধি)
শিক্ষা অধিদপ্তরের (এসইডিপি) প্রোগ্রামের আওতায় নেত্রকোনার বারহাট্টায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সনদ, ক্রেষ্ট ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (এসইডিপি) প্রোগ্রামের আওতায় (২২ জুলাই) মঙ্গলবার দুপুরে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বারহাট্টা উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার শরমিন আক্তারের সঞ্চালনায় ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) স্বপ্না রাণী সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শামীমা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বারহাট্টা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের টিটু, বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সানোয়ার হোসেন ঠাকুর, বারহাট্টা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল, বারহাট্টা প্রেসক্লাবের সদস্য আজিজুল হক ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে এসইডিপি প্রোগ্রামের পারফরমেন্স বেজড, গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিশনস প্রকল্পের আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে এসএসসি পরিক্ষার্থী ২০ জন এবং এইচএসসি পরীক্ষার্থী ১০ জন শিক্ষার্থীকে সনদ, ক্রেষ্ট ও প্রতিজনকে ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।