
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোণা জেলার শ্যামগঞ্জ আঞ্চলিক শাখার সম্মেলন অনুষ্ঠিত ,বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব (গভঃ রেজিঃ নং ৯৮৭৩৬/১২) প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খানের নির্দেশে দেশব্যাপী বিভাগ, জেলা ও উপজেলায় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে । এরই ধারাবাহিকতায় নেত্রকোণা জেলার শ্যামগঞ্জ আঞ্চলিক শাখার সম্মেলন সম্পন্ন করা হয়।
বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলার শ্যামগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে ১২ আগস্ট (শনিবার) শ্যামগঞ্জ ডাক বাংলো অডিটরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগের সাধারণ সম্পাদক ও নেত্রকোণা জেলা সভাপতি শামীম তালুকদারের সভাপতিত্বে,শ্যামগঞ্জ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মোঃ আল-ইমরানের সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জনাব নাজিম উদ্দিন আহমেদ, মাননীয় সংসদ সদস্য ময়মনসিংহ ৩ আসন গৌরীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম অফিসার ইনচার্জ পূর্বধলা, জনাব একেএম মনজুরুল হক আকন্দ পুলিশ পরিদর্শক (নিঃ)শ্যামগঞ্জ হাইওয়ে থানা, জনাব আতাউর রহমান জাকারিয়া, ব্যবস্থাপনা পরিচালক নিউ মডেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ময়মনসিংহ,এডভোকেট জহিরুল ইসলাম রানা, হাওর বন্ধু ইকবাল হোসেন, মহিউদ্দিন তালুকদার, বাংলাদেশ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নেত্রকোণা জেলা ও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।