
নিউজ ডেস্ক, নেত্রপ্রকাশ
মগড়া বাঁধন সংগঠন এটি একটি ব্যতিক্রমী একটি স্বেচ্ছাসেবী সংগঠন। স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের কাজ।
২০১৮ সালে, দুওজ এবং সুখারি ইউনিয়নের সীমান্তবর্তী নাজিরগঞ্জ বাজার ব্রিজ সংলগ্ন, কিছু বন্ধু বান্ধব আড্ডায় মগ্ন থাকা অবস্থায়, মগরা নদীর দিকে তাকিয়ে সেই নদীর নামঅনুসারে ১৪ সদস্য বিশিষ্ট ছাত্র ও যুব সমাজকে নিয়ে এ সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করেন।
এটি একটি অরাজনৈতিক, অলাভজনক ও সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সংগঠনটি তার প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন, গরীব শিক্ষার্থীদের ফরম ফিলাপ সহযোগিতা করা, শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ,বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্য, অসহায় দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রীসহ ঈদবস্ত্র বিতরণ, শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচী, মাদক-সন্ত্রাস-বাল্যবিবাহ ও সামাজিক অপরাধবিরোধী সচেতনতামূলক সভা, রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড সফলভাবে সম্পন্ন করে বেশ সুনাম অর্জন করেছে।
এই সংগঠনটির ব্যতিক্রমী একটি বৈশিষ্ট্য হলো সদস্য ব্যাতীত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে কোন ধরনের দান বা চাঁদা গ্রহন না করে শুধুমাত্র সদস্যদের স্বেচ্ছাসেবী অংশগ্রহনের মাধ্যমে মানবিক ও সামাজিক নানাধরনের কর্মকান্ড ও সাহায্য সহযোগীতা করে।
সংগঠনের সদস্যরা জানান, তাঁদের পাশে সমাজের বিত্তবান মানুষ এসে দাঁড়ালে হয়তো আরও অনেক মানুষকে সেবা দিতে পারবেন
বিশেষ দ্রষ্টব্য: সংগঠনে রয়েছে একটি কমিটি। সিদ্ধান্ত ও ফর্দ অনুযায়ী কোন স্থায়ী অফিস না থাকায় মগরা নদীর তীরবর্তী খোলা আকাশের নিচে বসে, বছরে দুই বার সংগঠনের সদস্যরা একবার বৈঠকে বসেন।