
নেত্রকোনা প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় জেলা বিএনপির পদযাত্রা শেষে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটনায় ছয়জনকে আটক করেছে। আটক ব্যক্তিরা বিএনপি নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। তবে বিএনপি নেতাদের অভিযোগ, পদযাত্রা শেষে তাদের হামলা চালিয়েছে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা।
আটকরা হলেন, ছারোয়ার সাহেদ মুন্না (২৯), মো. সাফায়েত হোসেন (২৬), মো. মান্নান (১৯), ওলিউল্লাহ (৪৩), সৈয়দ মোকছেদুল আলম রাজিব (৩২) ও সজল তালুকদার।
শনিবার (১৯ আগস্ট) সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের বনোয়াপাড়া এলাকা থেকে পদযাত্রা বের হয়ে আবু আব্বাছ ডিগ্রী কলেজের সামনে এসে শেষ হয়। কর্মসূচিতে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পদযাত্রা শেষে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
জেলা বিএনপির আহবায়ক ডা. আনোয়ারুল হক জানান, পদযাত্রার সময় কোন সমস্যা হয়নি। আমরা পদযাত্রা করেছি বনোয়াপাড়া থেকে আবু আব্বাছ ডিগ্রী কলেজ পর্যন্ত। পদযাত্রা শেষে নেতাকর্মীরা ফেরার পথে কুরপাড় সিএনজি স্ট্যান্ড এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের লোকজন হামলা করে। হামলায় ছয়কজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়াও আমাদের অঙ্গসংগঠনের খাইরুল ইসলাম হীরন, মো. শামসু মিয়া, মো. রাকিব মিয়া, মো. রফিকুল ইসলাম রফিক, বজলুর রাশেদ, রায়হান সোবাহান ফরিদ, আলআমিনসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ককটেল বিস্ফোরনের মতো ঘটনা ঘটে নেই। এসব সাজানো মামলা যারা সাজিয়েছে তারাই (পুলিশ) বলতে পারবে
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লূৎফুল হক জানান, সকাল সোয়া ৮টার দিকে বিএনপি পদযাত্রা কর্মসূচি শেষ করে ফিরে যাওয়ার সময় কিছু দলটির নেতাকর্মী শহরের কুড়পাড় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে। এসময় পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে। তাদের বিরুদ্ধে ভাঙচুর ও বিস্ফোরণ মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। তারা সকলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। অভিযানে নাশকতা তৈরীর জন্যে তাদের কাছ থেকে চারটি অবিস্ফোরিত ককটেল ও দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।
তারিখ ১৯/০৮/২৩