
বুলবুল আহমেদ
আজ ২রা সেপ্টেম্বর রোজ শনিবার মোহনগঞ্জ উপজেলার গাগলাজোড় বাজার থেকে হাওর অঞ্চলের আতংক, একাধিক চুরি ডাকাতি ও মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী, বিএনপি -জামায়াত শাসনামলে- বাবরের লালিত কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী তাপস মিয়া (৪৫) গ্ৰেফতার হয়। মোহনগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ টিম মাদক ব্যবসায়ী তাপস মিয়া (৪৫)কে গাগলাজোড় বাজার থেকে গ্ৰেফতার করেন।
এলাকা বাসীর পক্ষ থেকে জানা যায় যে, তাপস দীর্ঘ দিন যাবৎ মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত ও বিগত খালেদা- নিজামী -বাবর শাসনামলে এই তাপস চুরি ডাকাতি সহ যাবতীয় অনৈতিক কাজকর্মের সাথে জড়িত ছিল।তার নামে লঞ্চ ডাকাতি সহ অসংখ্য চুরির মামলা রয়েছে । এলাকা বাসীর ভরাতে জানা যায় যে,তাপস বিএনপি করলেও বর্তমানে আওয়ামী লীগ সরকারের আমলেও সে বুক ফুলিয়ে মাদক তথা ইয়াবা ও গাঁজার ব্যবসা অবাধে চালিয়ে যাচ্ছে ।মাদক ব্যবসায়ী তাপস গ্ৰেফতারের সত্যতা নিশ্চিত করতে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ফোনে যোগাযোগ করলে উনি আমাদের প্রতিনিধি কে অবহিত করেন যে, তাপস কে আজ গাগলাজোড় থেকে গ্ৰেফতার করা হয়েছে,তার নামে গ্ৰেফতারী ফরোয়ানা ছিল সে মোহনগঞ্জ থানা হাজতে আছে,আগামী কাল ৩রা সেপ্টেম্বর যথারীতি তাকে আদালতে সোপর্দ করা হবে