ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা ও পথসভা অনুষ্ঠিত!  বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পানছড়িতে মিছিল ও সমাবেশ টেকনাফে প্লাস্টিকের প্যাকেটের ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার- ৩ জন পলাতক-১ জন পানছড়িতে জামায়াতে ইসলামীর মোহাম্মদ পুর ইউনিটের আয়োজনে  সাধারণ সভা অনুষ্ঠিত বিজিবির বিশেষ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক ভিপি নুরকে দেখতে ঢামেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেত্রকোনা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃনমুল দল বিএনপির আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন। ‘ঐক্যবদ্ধ বিএনপি গড়তে হবে’—খাগড়াছড়িতে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে নেতাদের আহ্বান জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি সমর্থন করি: নাহিদ ইসলাম

নেত্রকোণায় স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার, অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা।

কামরুল হাসান

নেত্রকোনার কলমাকান্দায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।

অভিযুক্ত যৌন নিপীড়ন কারি উপজেলার রংশিনপুর আব্দুল হামিদ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ওরফে শান্ত। ভুক্তভোগী একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম শান্তর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার বিকেলে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর দুপুরে শ্রেণিকক্ষ থেকে ডেকে সিড়িকুঠায় পাশে একটি কক্ষে নিয়ে যৌন নিপীড়ন করে, শ্লীলতাহানির চেষ্টা চালায়।

এসময় ভুক্তভোগীর ডাক-চিৎকারে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে সটকে পড়েন শিক্ষক। পরে বাড়িতে গিয়ে ওই ছাত্রী ঘটনাটি তার পরিবারের লোকজনকে জানায়। এ ঘটনায় ৫ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রীর বাবা। পরে ৭ অক্টোবর থানায় লিখিত অভিযাগ দেন। তদন্ত শেষে সোমবার রাতে মামলাটি রেকর্ড করা হয়। মঙ্গলবার দুপুরে ওই ছাত্রী আদালতে হাজির হয়ে বক্তব্য দিয়েছে।

এদিকে ইউএনও কাছে অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সরোয়ার জাহানকে প্রধান করে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনা তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে তাদের বলা হয়েছে।

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, শিক্ষক রফিকুল ইসলাম শান্ত একজন চরিত্রহীন লম্পট। তার মতো মানুষ শিক্ষকতা পেশায় থাকলে এই পেশার বদনাম হবে। কোনো ছাত্রীই নিরাপদ থাকবে না। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। যেন আর কোনো মেয়ে এভাবে নিপীড়িত না হয়।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন বলেন, তদন্ত প্রতিবেদন পেলে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষক রফিকুল ইসলাম শান্তর স্ত্রী একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমুন্নাহার বলেন, আমি থাকা অবস্থায় আমার স্বামী এমন কাজ করবে এটাও আপনারা বিশ্বাস করছেন? জমি নিয়ে বিরোধের কারণে আমাদেরকে ফাঁসাতে এমন মিথ্যা অভিযোগ করা হয়েছে। আর সত্যি এমন ঘটনা করলে তো আমি নিজেই স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নিতাম।

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী ছাত্রী আজ দুপুরে আদালতে জবানবন্দি দিয়েছে। এদিকে আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা ও পথসভা অনুষ্ঠিত! 

নেত্রকোণায় স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার, অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা।

আপডেট টাইমঃ ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

কামরুল হাসান

নেত্রকোনার কলমাকান্দায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।

অভিযুক্ত যৌন নিপীড়ন কারি উপজেলার রংশিনপুর আব্দুল হামিদ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ওরফে শান্ত। ভুক্তভোগী একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম শান্তর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার বিকেলে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর দুপুরে শ্রেণিকক্ষ থেকে ডেকে সিড়িকুঠায় পাশে একটি কক্ষে নিয়ে যৌন নিপীড়ন করে, শ্লীলতাহানির চেষ্টা চালায়।

এসময় ভুক্তভোগীর ডাক-চিৎকারে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে সটকে পড়েন শিক্ষক। পরে বাড়িতে গিয়ে ওই ছাত্রী ঘটনাটি তার পরিবারের লোকজনকে জানায়। এ ঘটনায় ৫ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রীর বাবা। পরে ৭ অক্টোবর থানায় লিখিত অভিযাগ দেন। তদন্ত শেষে সোমবার রাতে মামলাটি রেকর্ড করা হয়। মঙ্গলবার দুপুরে ওই ছাত্রী আদালতে হাজির হয়ে বক্তব্য দিয়েছে।

এদিকে ইউএনও কাছে অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সরোয়ার জাহানকে প্রধান করে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনা তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে তাদের বলা হয়েছে।

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, শিক্ষক রফিকুল ইসলাম শান্ত একজন চরিত্রহীন লম্পট। তার মতো মানুষ শিক্ষকতা পেশায় থাকলে এই পেশার বদনাম হবে। কোনো ছাত্রীই নিরাপদ থাকবে না। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। যেন আর কোনো মেয়ে এভাবে নিপীড়িত না হয়।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন বলেন, তদন্ত প্রতিবেদন পেলে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষক রফিকুল ইসলাম শান্তর স্ত্রী একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমুন্নাহার বলেন, আমি থাকা অবস্থায় আমার স্বামী এমন কাজ করবে এটাও আপনারা বিশ্বাস করছেন? জমি নিয়ে বিরোধের কারণে আমাদেরকে ফাঁসাতে এমন মিথ্যা অভিযোগ করা হয়েছে। আর সত্যি এমন ঘটনা করলে তো আমি নিজেই স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নিতাম।

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী ছাত্রী আজ দুপুরে আদালতে জবানবন্দি দিয়েছে। এদিকে আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।