
নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনার মদনে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ৪০ দিনের কর্মসূচির আওতায় ২০২৩-২৪অর্থ বছরের প্রথম পর্যায়ের
প্রকল্পের উপকার ভোগী নারী ও পুরুষ২৬ জন সরকারি কাজের শ্রমিক দিয়ে গোবিন্দশ্রী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহিন মিয়া তার মেয়ের বিবাহ উপলক্ষে ব্যক্তিগত বাড়ির রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গিয়েছে তার বিরুদ্ধে ।
রোজ মঙ্গলবার ১২ ডিসেম্বর সরজমিনে অনুসন্ধানে গিয়ে দেখা যায়, সরকারি ৪০ দিনের অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির প্রথম পর্যায়ের ২৬ শ্রমিক দিয়ে ইউপি সদস্য শাহিন মিয়ার মেয়ের বিবাহ উপলক্ষে ব্যক্তিগত বাড়িতে কাজ চলছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়,অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ৪০ দিনের কর্মসূচির প্রথম পর্যায়ের আওতায় ২০২৩-২৪ অর্থবছরের উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নের সংরক্ষিত মহিলা কোহিনুর মেম্বারের বাড়ি হইতে হাওরের রাস্তায় শ্রমিক দিয়ে সরকারি কাজ করছিল।
উক্ত কর্মসূচি কাজের শ্রমিক নিয়ে এসে ব্যক্তিগত বাড়ির রাস্তার কাজ করাচ্ছে ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহীন মিয়া
এ বিষয়ে গোবিন্দশ্রী এলাকাবাসীর কাছে জানতে চাইলে একাধিক ব্যক্তি নাম বলতে অনিচ্ছুক অভিযোগ করে বলেন, সরকারি প্রকল্পের নারী ও পুরুষ ২৬ জন শ্রমিক দিয়ে মেম্বার ২ দিন ধরে তার মেয়ের বিবাহ উপলক্ষে ব্যক্তিগত বাড়ির রাস্তা নির্মাণ করাচ্ছেন।
এলাকাবাসী এও বলেন,সরকারি অনেক গুরুত্বপূর্ণ ভাঙা-চোরা রাস্তা রয়েছে, সেগুলো সংস্কার না করে তিনি তার বাড়ির রাস্তা নির্মাণ করেছে মেয়ের বিবাহ উপলক্ষে।
উক্ত কর্মসূচি কাজের এক শ্রমিক নাম বলতে অনিচ্ছুক, তিনি বলেন, শাহীন মেম্বার আমাদেরকে সরকারি কাজের কথা বলে নিয়ে আসে, এহন
তার ব্যক্তিগত বাড়ির রাস্তার কাজ করাচ্ছে, আমাদেরকে দিয়ে, আমরা শ্রমিক যে কোন এক জায়গায় কাজ করলেই হইল দিন গেলেই টাকা পাব আমাদের তো সমস্যা নাই।
সরকারি কর্মসূচির শ্রমিক দিয়ে ব্যক্তিগত বাড়ির কাজ করছেন,
এ বিষয়ে ইউপি সদস্য শাহীন মিয়ার সাথে কথা হলে সে জানায়, অতিদরিদ্রদের কর্মসংস্থান ৪০ দিনের কর্মসূচির আওতায় ২০০৩-২৪অর্থ বছরের প্রথম পর্যায়ের গোবিন্দশ্রী সংরক্ষিত মহিলা মেম্বার কোহিনূরের বাড়ি হইতে হাওরের রাস্তার সরকারি কাজ করছিল।
চেয়ারম্যান সাথে কথা বলে আমি ২৬ জন শ্রমিকে আম নিয়ে এসেছি আমার মেয়ের বিবাহ উপলক্ষে আমার বাড়ির রাস্তাটুকু মেরামত করতে, এখন আপনারা সাংবাদিকরা আসছেন,সরকারি শ্রমিক দিয়ে ব্যক্তিগত কাজ করা যায় না এ বিষয়টা আমি জানতাম না।
গোবিন্দস্ত্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুনের
কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাকে শাহিন মেম্বার বলেছে তার মেয়ের বিবাহ উপলক্ষে শ্রমিকদেরকে নিয়ে তার বাড়িতে একটু কাজ করাবে এই বলে নিয়ে গেছিল। দুই দিন ধরে তার ব্যক্তিগত বাড়ির রাস্তার কাজ করছে আমি জানতাম না,তবে আমি নিষেধ করেছি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল তিনি বলেন, কর্মসূচি শ্রমিক দিয়ে ব্যক্তিগত কাজ সম্পুন্ন নিষেধ।
বিষয়টি আমি জানতাম না। আপনার কাছ থেকেই শুনলাম। সরেজমিনে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে তার বিরুদ্ধে।