ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিতলমারী থেকে নিখোঁজ কিশোর তালহা জুবায়ের, সর্বশেষ অবস্থান কচুয়ার গজালিয়ায় বারহাট্টায় সর্বস্তরের জনগণের উপস্থিতিতে আজ বিশিষ্ট রাজনৈতিক ও শিল্পপতি মোস্তাফিজুর রহমান রেজভীর চেহলাম অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিদেশী পিস্তল, দেশীয় অস্ত্র ও প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসী আটক কালিয়াকৈরে রেড ক্রিসেন্ট টিমকে ইউএনও’র উপহার জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ নেত্রকোনা- ৪ আসন। মদন, মোহনগঞ্জ ,ও খালিয়াজুরীর মনোনীত প্রার্থী হলেন মুফতি আনোয়ার হোসেন।  টেকনাফে নির্মিত হচ্ছে বিদ্যুতের গ্রীড উপকেন্দ্র: নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার পাশাপাশি গড়ে উঠবে শিল্প কারখানা গফরগাঁও জেএম কামিল মাদ্রাসায় উপস্থিত না থেকেও বেতন ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ আতাউর রহমানের নামে।  কুমিল্লায় নারী সাংবাদিক আখির উপর সন্ত্রাসী হামলা : বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ সাংস্কৃতিক প্রতিযোগিতা/২৫ অনুষ্ঠান করেছে পানছড়ি অনির্বাণ শিল্পীগোষ্ঠী। সেন্টমাটিন দ্বীপের সীমান্ত নাইক্ষ্যংদিয়া জলসীমা থেকে ১২ জন জেলে গেপ্তার করে নিয়ে যায় মায়ানমার আরকান আর্মি

মদনে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ জন নারীসহ আহত ৩০ জন।

মদন প্রতিনিধিঃ

গানের অনুষ্ঠানের কথা কাটাকাটি কে কেন্দ্র করে নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাঁশরী বাফলা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও নারীসহ ৩০ জন আহত হয়েছে ।

আহতদের মধ্যে মতি রহমানের ছেলে জজ মিয়া (৩৫) মিয়া, সুলত মিয়ার ছেলে জুয়েল ( ২৫)কে স্বজনের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।
পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় জুয়েল নিহত হয় ।

 

আহতরা হলেন,
সবুজ মিয়ার ছেলে আনোয়ার ( ৩০), রহমতুল্লাহার ছেলে সমীর ১৮ বজলু মিয়ার ছেলে নুরুদ্দিন(২৪ )আবু হুরায়রা ৩০, চঞ্চল মিয়া মমতা আক্তার ( ৬০) বিজয় (১৯) বরকতুল্লাহ ছেলে মোকলেছুর (৩৮) দারগ আলী ছেলে হাবিব(৬০) সাজান মের ছেলে ফুজায়েল (৩৫), নুরুদ্দিনের ছেলে হালান (৩৪), পিয়ারুলের ছেলে বারেক (৪০) রতনের ছেলে বাদল (৩৫) লাভলী আক্তার, মঞ্জরুল হকের ছেলে রাহিম (৩৬),

অপরদিকে আহতরা হলেন, মৃত উকিল মিয়ার ছেলে সুজাত উল্লাহ (৫৫) মৃত রহিছ মিয়ার ছেলে রুবেল (৪০), রহিস মৃত উদ্দিনের ছেলে সুয়েল (৩০), রহমত মিয়ার ছেলের সজীব (১৮), নুরুল হকের ছেলে সাব্বির (১৮), আরমান ( ২০) । বাকি আহতরা নিকটস্থ স্বাস্থ্য সেবায় চিকিৎসা নিচ্ছেন।

জানা যায়, কাইটাইল গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল মিয়ার (৫০)এর বাড়িতে গত ১৯ ডিসেম্বর দিবাগত রাতে একটি গানের অনুষ্ঠান হয়।
উক্ত গানের অনুষ্ঠানে বাঁশরী বাফলা গ্রামের চন্দন মিয়ার ছেলে মাহফুজ (২৪) এর সাথে জালেক মিয়ার ছেলে রুমান (২০) ও নুরুল হকের ছেলে সাব্বিরের ১৮ সাথে এক পর্যায়ে কথা কাটাকাটি হয়।

এরই জের ধরে গত ২০ ডিসেম্বর চন্দন মিয়ার ছেলে মাহফুজ কাইটাইল বাজারে কেন্দুয়া ও আখাশ্রী মোরে সন্ধ্যা সময় জালেক মিয়ার ছেলে রোমানকে মারধর করে উক্ত ঘটনাকে কেন্দ্র করে রোজ বৃহস্পতিবার( ২১ ডিসেম্বর )সকাল ১১ টার দিকে দুপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কান্তি সরকার তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

চিতলমারী থেকে নিখোঁজ কিশোর তালহা জুবায়ের, সর্বশেষ অবস্থান কচুয়ার গজালিয়ায়

মদনে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ জন নারীসহ আহত ৩০ জন।

আপডেট টাইমঃ ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

মদন প্রতিনিধিঃ

গানের অনুষ্ঠানের কথা কাটাকাটি কে কেন্দ্র করে নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাঁশরী বাফলা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও নারীসহ ৩০ জন আহত হয়েছে ।

আহতদের মধ্যে মতি রহমানের ছেলে জজ মিয়া (৩৫) মিয়া, সুলত মিয়ার ছেলে জুয়েল ( ২৫)কে স্বজনের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।
পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় জুয়েল নিহত হয় ।

 

আহতরা হলেন,
সবুজ মিয়ার ছেলে আনোয়ার ( ৩০), রহমতুল্লাহার ছেলে সমীর ১৮ বজলু মিয়ার ছেলে নুরুদ্দিন(২৪ )আবু হুরায়রা ৩০, চঞ্চল মিয়া মমতা আক্তার ( ৬০) বিজয় (১৯) বরকতুল্লাহ ছেলে মোকলেছুর (৩৮) দারগ আলী ছেলে হাবিব(৬০) সাজান মের ছেলে ফুজায়েল (৩৫), নুরুদ্দিনের ছেলে হালান (৩৪), পিয়ারুলের ছেলে বারেক (৪০) রতনের ছেলে বাদল (৩৫) লাভলী আক্তার, মঞ্জরুল হকের ছেলে রাহিম (৩৬),

অপরদিকে আহতরা হলেন, মৃত উকিল মিয়ার ছেলে সুজাত উল্লাহ (৫৫) মৃত রহিছ মিয়ার ছেলে রুবেল (৪০), রহিস মৃত উদ্দিনের ছেলে সুয়েল (৩০), রহমত মিয়ার ছেলের সজীব (১৮), নুরুল হকের ছেলে সাব্বির (১৮), আরমান ( ২০) । বাকি আহতরা নিকটস্থ স্বাস্থ্য সেবায় চিকিৎসা নিচ্ছেন।

জানা যায়, কাইটাইল গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল মিয়ার (৫০)এর বাড়িতে গত ১৯ ডিসেম্বর দিবাগত রাতে একটি গানের অনুষ্ঠান হয়।
উক্ত গানের অনুষ্ঠানে বাঁশরী বাফলা গ্রামের চন্দন মিয়ার ছেলে মাহফুজ (২৪) এর সাথে জালেক মিয়ার ছেলে রুমান (২০) ও নুরুল হকের ছেলে সাব্বিরের ১৮ সাথে এক পর্যায়ে কথা কাটাকাটি হয়।

এরই জের ধরে গত ২০ ডিসেম্বর চন্দন মিয়ার ছেলে মাহফুজ কাইটাইল বাজারে কেন্দুয়া ও আখাশ্রী মোরে সন্ধ্যা সময় জালেক মিয়ার ছেলে রোমানকে মারধর করে উক্ত ঘটনাকে কেন্দ্র করে রোজ বৃহস্পতিবার( ২১ ডিসেম্বর )সকাল ১১ টার দিকে দুপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কান্তি সরকার তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।