
মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি)
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় নবনিযুক্ত (ইউএনও) নির্বাহী অফিসারের সাথে জামায়াতের কর্মীদের সৌজন্যে সাক্ষাৎ করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকাল ৫ টার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলাহাট উপজেলা শাখার একটি প্রতিনিধি দল নবনিযুক্ত (ইউএনও) নির্বাহী অফিসারের সাথে সাক্ষাৎ করেন।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের ইসলামী ভোলাহাট উপজেলা শাখার একটি প্রতিনিধির দল জেলা জামায়াতের মুহতারাম কর্ম পরিষদ সদস্য জননেতা জনাব মোঃ গোলাম কবীর গোলাপ এর নেতৃত্বে নবনিযুক্তি ইউএনও মহোদয় জনাব মোঃ মনিরুজ্জামান সাহেবের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। এ সময় ইউএনও মহোদয়ের হাতে একটি কুরআন মাজীদ প্রদান করা হয়। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা মোঃ লোকমান আলী নায়েবে আমীর জননেতা জনাব মোঃ তৌহিদুর রহমান, উপজেলা সেক্রেটারি জনাব মোঃ আনোয়ারুল ইসলাম, বাইতুল মাল সেক্রেটারি জনাব ক্বারী মোঃ আলাউদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আলী হায়দার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উনার সাথে বিভিন্ন বিষয়ে কথা হয়। তিনি ধৈর্য্য সহকারে আমাদের কথা শুনেন এবং বৈধ কাজে সহযোগিতার আশ্বাস দেন।