ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
পানছড়িতে প্রয়াত প্রগতি চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পানছড়ি অরণ্য কুটিরের পরম মৈত্রেয় লাভী শাসন রক্ষিত মহাথের-এর ৬১ তম শুভ জন্মদিন পালিত খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত পানছড়ি ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে ক্রীড়া সামগ্রী বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা ও পথসভা অনুষ্ঠিত!  বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পানছড়িতে মিছিল ও সমাবেশ টেকনাফে প্লাস্টিকের প্যাকেটের ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার- ৩ জন পলাতক-১ জন পানছড়িতে জামায়াতে ইসলামীর মোহাম্মদ পুর ইউনিটের আয়োজনে  সাধারণ সভা অনুষ্ঠিত বিজিবির বিশেষ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক ভিপি নুরকে দেখতে ঢামেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বড়াইগ্রামে গভীর নলকূপ স্থাপনে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি সোশ্যাল মিডিয়ায় বাদীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রামেশ্বরপুর মধ্যপাড়ায় এলাকাবাসীর অবস্থান

oplus_0

 

, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রামেশ্বরপুর মধ্যপাড়া গ্রামে বিএডিসির গভীর নলকূপ স্থাপন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। একইসাথে, সোশ্যাল মিডিয়া ও ফেসবুকে এ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদকারী ও এলাকার সম্মানিত ব্যক্তি মোঃ সাব্বির আহমেদ (বিল্লাল মাস্টার)–এর বিরুদ্ধে করা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

সোমবার বিকালে বিল্লাল মাস্টারের নিজ বাড়িতে আয়োজিত প্রতিবাদ সভায় এই অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মোঃ কোভিদ উদ্দিন (৬৩), মোঃ খালেদুল মাসুদ (২২), মোঃ রেজাউল করিম (৪৫) সহ আরও অনেকেই।

বক্তারা বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রথম থেকেই অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। প্রকৃত কৃষকদের বাদ দিয়ে বিশেষ মহলকে সুবিধা দিতে প্রকল্পটি পরিচালিত হয়েছে। আর এই অনিয়মের প্রতিবাদ করায় এখন মিথ্যা অভিযোগ ও ফেসবুক পোস্টের মাধ্যমে সম্মানহানি করা হচ্ছে।

তারা আরও অভিযোগ করেন, অভিযুক্ত একটি চক্র—যার মধ্যে রয়েছেন মোঃ জুয়েল হোসেন (২৬), মোঃ আবদুল সালাম (৪০) ও মোহাম্মদ (৫০)—তারা পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর প্রতিবেদন ও ফেসবুক অপপ্রচারের মাধ্যমে প্রকৃত অভিযোগকারীদের হয়রানি করছেন।

বিল্লাল মাস্টার বলেন, “আমি এলাকার কৃষকদের কথা বলেছি, অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়েছি। সেটাই আমার অপরাধ। এখন আমার নামে মিথ্যা প্রচার চালিয়ে সমাজে আমাকে হেয় করার চেষ্টা চলছে। আমি চাই এর সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের বিচার হোক।”

এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানান, প্রকল্পটির সুষ্ঠু তদন্ত এবং যারা মিথ্যা মামলা ও অপপ্রচার চালাচ্ছেন, তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

পানছড়িতে প্রয়াত প্রগতি চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বড়াইগ্রামে গভীর নলকূপ স্থাপনে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি সোশ্যাল মিডিয়ায় বাদীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রামেশ্বরপুর মধ্যপাড়ায় এলাকাবাসীর অবস্থান

আপডেট টাইমঃ ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

 

, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রামেশ্বরপুর মধ্যপাড়া গ্রামে বিএডিসির গভীর নলকূপ স্থাপন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। একইসাথে, সোশ্যাল মিডিয়া ও ফেসবুকে এ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদকারী ও এলাকার সম্মানিত ব্যক্তি মোঃ সাব্বির আহমেদ (বিল্লাল মাস্টার)–এর বিরুদ্ধে করা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

সোমবার বিকালে বিল্লাল মাস্টারের নিজ বাড়িতে আয়োজিত প্রতিবাদ সভায় এই অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মোঃ কোভিদ উদ্দিন (৬৩), মোঃ খালেদুল মাসুদ (২২), মোঃ রেজাউল করিম (৪৫) সহ আরও অনেকেই।

বক্তারা বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রথম থেকেই অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। প্রকৃত কৃষকদের বাদ দিয়ে বিশেষ মহলকে সুবিধা দিতে প্রকল্পটি পরিচালিত হয়েছে। আর এই অনিয়মের প্রতিবাদ করায় এখন মিথ্যা অভিযোগ ও ফেসবুক পোস্টের মাধ্যমে সম্মানহানি করা হচ্ছে।

তারা আরও অভিযোগ করেন, অভিযুক্ত একটি চক্র—যার মধ্যে রয়েছেন মোঃ জুয়েল হোসেন (২৬), মোঃ আবদুল সালাম (৪০) ও মোহাম্মদ (৫০)—তারা পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর প্রতিবেদন ও ফেসবুক অপপ্রচারের মাধ্যমে প্রকৃত অভিযোগকারীদের হয়রানি করছেন।

বিল্লাল মাস্টার বলেন, “আমি এলাকার কৃষকদের কথা বলেছি, অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়েছি। সেটাই আমার অপরাধ। এখন আমার নামে মিথ্যা প্রচার চালিয়ে সমাজে আমাকে হেয় করার চেষ্টা চলছে। আমি চাই এর সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের বিচার হোক।”

এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানান, প্রকল্পটির সুষ্ঠু তদন্ত এবং যারা মিথ্যা মামলা ও অপপ্রচার চালাচ্ছেন, তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।