
নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় সরকারি রাস্তা নির্মাণের কাজে ব্যবহৃত ইট চুরি করতে গিয়ে সেনাবাহিনীর হাতে এক ব্যক্তি আটক হয়েছেন।
১৭ জুন ২০২৫, দুপুর প্রায় ১২টায় সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় সিংড়া থানার কাজিপুরা (প্রোঃ হাতিন্দা) এলাকায়। অভিযানে মোঃ শাহিন (পিতা: সোলাইমান) নামের এক ব্যক্তিকে নির্মাণাধীন রাস্তা থেকে ইট চুরি করার সময় হাতেনাতে আটক করা হয়। তিনি এসব ইট নিজের বাড়ির কাজে ব্যবহার করছিলেন বলে জানা গেছে।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে সিংড়া থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। এ ঘটনায় সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা বলেন, “এ ধরনের অপরাধের বিরুদ্ধে সেনাবাহিনীর এমন উদ্যোগ আমাদের আশাবাদী করে তোলে।”
সরকারি সম্পদের সুরক্ষা ও দুর্নীতির বিরুদ্ধে সেনাবাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা।