
মদন প্রতিনিধি
নেত্রকোনার মদন থানা পুলিশ বুধবার সকালে চাঁনগাও ইউনিয়নের ঠাকুর বাড়ি গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫ শত পিস ইয়াবাসহ আসমা আক্তার (৩০) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
মদন থানা অফিসার ইনচার্জ( ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান নিশ্চিত করে বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশ
(১৬ জুলাই) বুধবার সকালে চাঁনগাও ঠাকুর বাড়ি গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে অভিযান ৫ শত পিস ইয়াবাসহ আসমা আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ী কে আটক কর হয়েছে।
আটক আসমা আক্তার উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী গ্রামের মৃত ফজর আলীর মেয়ে।
আটককৃত আসমা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।