
শফিউল আলম রানা মদন প্রতিনিধি :
নেত্রকোনার মদনে ২০২৪-২০২৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ সংস্কার (টিআর) ৩য় পর্যায় কর্মসূচির আওতায় বরাদ্দকৃত প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও কারচুপির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তিয়শ্রী ইউনিয়নের ইউপি সদস্য হানিফ ভুঁইয়ার বিরুদ্ধে।
গেল ২০২৪-২০২৫ অর্থবছরের ৩য় পর্যায় টিআর প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাতে করার কারণে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন একই গ্রামের পুতুল মিয়া।
৭৫ হাজার টাকা বরাদ্দের টিআর প্রকল্পের কাজ না করে সম্পুর্ণ বরাদ্দের টাকা আত্মসাৎ করছে তিয়শ্রী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার টিআর প্রকল্পের সভাপতি মোঃ হানিফ ভুঁইয়ার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়,গেল ২০২৪-২৫ অর্থ বছরে টিআর ৩য় পর্যায়ের কাঁচা রাস্তা মাটিকাটা সংস্কার উন্নয়ন প্রকল্পের উপজেলার তিয়শ্রী ইউনিয়নের
ভবানীপুর শান্তি পাড়া শহীদ মিয়ার বাড়ি হইতে তারু মিয়ার জমি পর্যন্ত রাস্তা সংস্কার উন্নয়ন বাবদ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
লিখিত অভিযোগে সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত টিআর প্রকল্পের বিন্দুমাত্র পরিমাণও পর্যন্ত রাস্তায় কোন মাটি ফেলা হয়নি।
স্থানীয় ভবানীপুর গ্রামের আনিস মিয়া বলেন,
সরকারি টাকা কাজ করার জন্য বরাদ্দ
মাটি কাটার জন্য কিন্তু এক বিন্দু পর্যন্ত সে মাটি এই রাস্তায় ফেলেনি, এই অর্থবছরে সম্পূর্ণ টাকা উঠিয়ে আত্মসাৎ করেছে ইউপি সদস্য হানিফ মিয়া আমরা তার বিচার দাবি করি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কাজের পিআইসি অভিযুক্ত ইউপি সদস্য হানিফ ভুইয়া বলেন, পানি আসার কারণে রাস্তায় মাটি ফেলা হয়নি। টাকা আত্মসাতের বিষয়ে জানতে চাইলে বলেন, পানি চলে গেলে আবার মাটি কাটবো।
তিয়শ্রী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মজিবর রহমান মাস্টার জানান, আমার ইউনিয়নের কোন ইউপি সদস্য প্রকল্পের কাজ না করে টাকা সরকারি টাকা আত্মসাৎ করে থাকলে কর্তৃপক্ষকে সুপারিশ করব তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, সরকারি প্রকল্প নিয়ে কাজ না করে থাকলে তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ অলিদুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছে বিষয়টি সরেজমিনে গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।