
শামীম তালুকদার
নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ‘বাংলাদেশ প্রেস ক্লাব ‘নেত্রকোণা জেলা শাখা।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখার আইন উপদেষ্টা অ্যাডভোকেট জহিরুল ইসলাম রানা,সভাপতি, শামীম তালুকদার,সহ – সভাপতি, যথাক্রমে বুলবুল আহমেদ, এস এ কাদির, মহসীন হায়দার আরিফ সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার, রফিকুল হাসান আজমী(সভাপতি, শ্যামগন্জ শাখা), আল ইমরান,(সাধারণ সম্পাদক, শ্যামগন্জ),রফিকুল ইসলাম (অর্থ সম্পাদক, শ্যামগন্জ), সোহাগ ও সংগঠনের সাংবাদিকবৃন্দ।
পরে বিকেল ৪ টায় বাংলাদেশ প্রেস ক্লাব জেলা অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনায় অংশগ্রহণ করেন, বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হাওর বন্ধু ইকবাল হোসেন, সংগঠনের সভাপতি শামীম তালুকদার, সহ-সভাপতি যথাক্রমে বুলবুল আহমেদ, এস এ কাদির,শামসুন্নাহার প্রিয়া,সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার, আইসিটি বিষয়ক সম্পাদক সাংবাদিক সুস্হির সরকার প্রমুখ।