
কামরুল হাসান
নেত্রকোনার পূর্বধলায় গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের মাধ্যমে জেলার বিজ্ঞ আদালত থেকে মামলা নিষ্পত্তি করে পুনরায় ঘর সংসার করার সিদ্ধান্ত নিয়েছে এক সন্তানের জননী পূর্বধলা গোহালাকান্দা ইউনিয়নের খাগরিয়া গ্রামের জান্নাতুনাহার।
ঘটনা সূত্রে জানা যায়,স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক ভাবে অভিমান অভিযোগ কোলহল সৃষ্টি হয়।
তারেই পরিপ্রেক্ষিতে দুই বছর আগে বিবাদী তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের বন পলাশিয়া গ্রামের আব্দুল জব্বার এর নামে পারিবারিক বিচ্ছেদে এর বিরুদ্ধে নেত্রকোনা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন,তাহার স্ত্রী।
এই মামলা দীর্ঘ দুই বছর ধরে চলমান ছিল, অবশেষে স্বামী স্ত্রীর মধ্যে ভুল সিদ্ধান্তের পরিহাস ঘটে,এবং দুইজন পুনরায় ঘর সংসার করার মন-মানসিকতা জন্মন্যায়।
পূর্বধলা গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে পুনরায় ঘর সংসার করার ব্যবস্থা করে দেওয়া হয়।
পূর্বধলা গোহালাকান্দা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন তারাকান্দা উপজেলার কামারিয়া পরিষদের চেয়ারম্যান এ,কে,এম আজাহারুল ইসলাম দুই উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন স্বামী-স্ত্রীর দম্পতির এমন উদ্যোগ দেখে খুবই আনন্দিত হন এবং সার্বিক সহযোগিতা সহ মঙ্গল কামনা করেন।
ইউনিয়ন পরিষদের সচিব ইউপি সদস্যগণ সহ গ্রাম্য পুলিশ সদস্যারা উপস্থিত ছিলেন।
তারিখ-০৪/০৯/২০২৩ ইং