
নিজস্ব প্রতিবেদক
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিস, নেত্রকোণার আয়োজনে পূর্বধলা উপজেলায় ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত।
৮ নভেম্বর বুধবার সকাল ১০ টায় পূর্বধলা উচ্চ বিদ্যালয় মাঠে নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনির সভাপতিত্বে এ ভলিবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে পূর্বধলা উচ্চ বিদ্যালয়, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, ডাঃ মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়, ধারা দাখিল মাদ্রাসা চারটি মাধ্যমিক স্কুলের অংশ গ্রহণ করেন।
উক্ত খেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্বধলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন
পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ চন্দ্র সরকার, ধারা দাখিল মাদ্রাসার সুপার হাবিবুর রহমান খান। বাংলাদেশ ইউনিসেফ প্রকল্পের জেলা চাইল্ড প্রটেকশন কমিউনিটি মোবিলাইজার
শিশু সুরক্ষা প্রকল্প অফিসার নৃপেন্দ্র চন্দ্র দাস।
আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসের সহকারী মোঃ মাকামে মাহমুদ সহ আরো অনেকেই।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি মো: খবিরুল আহসান, উপজেলা নির্বাহী অফিসার, পূর্বধলা
চ্যাম্পিয়ন ধারা দাখিল মাদ্রাসা ও রানার্সআপ পূর্বধলা উচ্চ বিদ্যালয় দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন।