
নিজস্ব প্রতিবেদক
সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণা সদর, মদন উপজেলা ও আটপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সম্প্রীতি বাংলাদেশ, নেত্রকোণা জেলা শাখার সদস্য সচিব কবি সুমিত্র সুজন। এছাড়াও মুটোফোনে কর্মীদের মাধ্যমে অন্যান্য উপজেলায় শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজোর খোঁজ খবর নেন।
সোমবার নেত্রকোণা সদর, আটপাড়া উপজেলা মধুয়াখালী, সোনাজুর, দুওজ ও সুখারি ইউনিয়ন, এবং মদন উপজেলার পৌরসভা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং দর্শনার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও পূজার নিরাপত্তাসহ সার্বিক খোঁজখবর নেন।
এসময় আরও উপস্থিত ছিলেন দুওজ ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আক্কাস মিয়া, মধুয়াখালী সর্বজনীন পুজো উদযাপন কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
কবি সুমিত্র সুজন বলেন, আমাদের ঐতিহ্যিক পরম্পরায় দুর্গোৎসব এক সম্প্রীতির অভিন্ন বন্ধন। অতীতেও এই পরম্পরা বজায় ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সম্প্রীতির বন্ধন অটুট রাখার জন্য সর্বদা সজাগ রয়েছেন এবং সকলেই যেন নিজ নিজ উৎসব আনন্দের সাথে উদযাপন করতে পারেন এজন্য সকল প্রস্তুতি সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে পূজা আয়োজক কমিটিকে তিনি জানান,সরকার শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে পূজা চলাকালীন ও পূজা পরবর্তী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পূজামণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা, পূজা মণ্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/ চার্জার লাইটের ব্যবস্থা করা, আজান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করা এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনাসহ বিভিন্ন সরকারের সকল নির্দেশ মেনে চলার অনুরোধ জানান।