
নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনা আটপাড়ায় উজ্জল মিয়া(২৭) নামের এক যুবক সাঁতরে মগড়া নদী পাড়ি দেয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। নিখোঁজ উজ্জল মিয়া (২৭) পাশ্ববর্তী শুনি ইউনিয়নের গোয়াতলা গ্রামের কাছুম আলী ওরফে কন্দল মিয়ার ছেলে।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ২.৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ৯৯৯ ফোন দিয়ে তথ্য জানান পরে খবর পেয়ে আটপাড়ার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে।
নিখোঁজের বড় ভাই নজরুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানান যায়, সে দুপুর আড়াইটার দিকে দুটি কলা গাছ ও কোদাল নিয়ে নদী পাড় হচ্ছিল তখন সে সাঁতরাতে সাঁতরাতে ক্লান্ত হয়ে যায় তখনই কলা গাছ ছেড়ে দেয় এবং ডুবে যায় । সে একটু মানসিক সমস্যা ও ছিলো । পরে স্থানীয় মাছ শিকারিরা জাল, গেড়াবী দিয়ে খোঁজার চেষ্টা করা হয়,তাকে না পেয়ে বোয়ালের বড় বড়র্শি দিয়ে খোঁজে থাকলে সন্ধ্যা ৫.৩০ তিনবারের টানে তার পড়নের কাপড়ে বাজিয়ে পাওয়া যায়। তার একটি ছোট মেয়ে সন্তান আছে।সে ভারসাম্যহীন হলে ও অনেক ভালো লোক ছিলো।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় স্থানীয়দের সহায়তায় উজ্জল নামক যুবকের ৩ ঘন্টার চেষ্টায় মৃত. লাশ উদ্ধার করা হয় পরে ঐ লাশ মৃত ব্যক্তির বাড়িতে নিয়ে যায়