
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণা জেলার কলমাকান্দায় শুক্রবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন-বাংলাদেশ, নাজিরপুর এপির সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম পরিচালিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি মো, শহিদুল ইসলাম। আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির ভাষন প্রদান করেন জননেতা নেত্রকোণা-১ আসনের সাংসদ মোশতাক আহমদ রুহী।
এছাড়া বিশাল রেলিতে নেতৃত্ব দিয়েছেন উপ-জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব রাখেন, সহকারী কমিশনার ভূমি মো, শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা বেগম, সিনিয়র সাংবাদিক মো, ফখরুল আলম খসরু, নাজিরপুর এপি প্রোগ্রাম অফিসার মৌরশ্মী লিমা ঘাগ্রা।