
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার আটপাড়ার সোনাজুরে হিলফুল ফুজুল সংগঠন সোনাজুর (HFSS) কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রায় ২৫০ টি ফুল ও ফলের চারা সোনাজুর, সোনাকানিয়া,বালাইছ, বাহাদুরপুর ও পার্শ্ববর্তী গ্রামের সকল মসজিদ ও গ্রামে বিতরণ ও রোপন করা হয়। শুক্রবার জুমার নামাজের পর তাঁরা এসব কর্মসূচি পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান (বাঁধন) চৌধুরী, ইউনিট (A) কোষাধক্ষ্য জিদান চৌধুরী চৌধুরী,ইউনিট (B) সম্পাদক তৌহিদুর রহমান, ও সংগঠনের অন্যান্য সদস্য ফাহিম ভূঁইয়া, নাদিম সরকার, শিপন,সোহান, রাজু, এমাদুল, নীরব, ইব্রাহিম, ইকরাম, সহ অন্যান্যরা। সংগঠনের সাধারণ সম্পাদক ‘মশিউর রহমান বাঁধন বলেন দেশের তাপমাত্রার অস্বাভাবিক পরিবর্তন ঠেকাতে আমাদের সকলেরই কমপক্ষে একটা করে বৃক্ষ রোপন করা উচিত। স্লোগানে বলেন “একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”।