
মদন প্রতিনিধি
নেত্রকোনার মদন উপজেলা পৌরসভার ৮ নং ওয়ার্ডের পিতা লালন মিয়া (২৫)মৃত্যুর পর স্ত্রী জনীফা আক্তার (২২) অন্য ছেলের হাত ধরে চলে যাওয়া বিপাকে পড়েছে শিশু সন্তান আরিফা
(১৭ মাস)।
পিতা মাতা হারিয়ে( ১৭ মাসের শিশু ) আরিফা কষ্টের সীমা নেই।
ভরণপোষণের দায়িত্ব আছেন ভিকারিনী এক দাদী ভবিষ্যতে কি হবে এ নিয়ে চিন্তায় আছে ভিকারিনী দাদি।
শিশু সন্তানকে নিয়ে মানুষের কাছে চেয়ে, ধেয়ে কিছু উপার্জন করে চাল ডাল সংগ্রহ করে চলছে দাদি নাতির সংসার।
ভিখারিণী দাদী ফুলমতার সাথে কথা বলেন, আমার ছেলে লালন কে খালিয়াজুরী উপজেলা লেপসা গ্রাম বিবাহ করাইছিলাম।
বিয়ার দেড় বছরের মাথা আমার ছেলে হঠাৎ মৃত্যুবরণ করে মৃত্যুর পরপরই শিশু বাচ্চাটি রেখে
বউ একজনের সাথে বিবাহ হয়ে চলে গেছে এহন এই বাচ্চাটারে আমি দেহাশোনা করি।
আমি মানুষের কাছ থেকে ছায়া -দাইয় কিছু উপার্জন করে বাচ্চাটারে খাওয়াইয়া বড় করতাছি।
আমার নাতিটারে খাওয়াইয়া বড় করার জন্য যদি কিছু টাহা পয়সা সরকার সুযোগ কইরা দিত তাহলে আমার ছেলের নাতি বাচ্চাটারে খাওয়াইয়া মানুষ করতে পারতাম।
বিষয়টি এলাকার সুশীল সমাজ এবং সরকারের নজরে আনার জন্য এলাকাবাসী সুদৃষ্টি কামনা করেন।