
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ বাস্তবায়নে প্রস্তুতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ (শুক্রবার) ধানসিঁড়ি রেস্টুরেন্টে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দ্রীয় কমিটি সাংবাদিক ফরিদ খান।
সভাপতিত্ব করেন, বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগের সভাপতি শামীম তালুকদার ও সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগের সাধারণ সম্পাদক খালেদ হাসান ।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব- নেত্রকোণা, শেরপুর, জামালপুর জেলা শাখা সহ ভালুকা উপজেলা ,নেত্রকোনা সদর উপজেলা, পূর্বধলা উপজেলা, মদন উপজেলা, আটপাড়া উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল উপজেলার সদস্যবৃন্দ।
সবশেষে ময়মনসিংহ বিভাগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও বিভাগের সকল জেলা, উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দের উপস্থিতিতে, প্রতিষ্ঠাতা সভাপতি এবং আজকের সমাবেশে প্রধান অতিথি সাংবাদিক সাংবাদিক ফরিদ খান, ভালুকা উপজেলা কে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। ও নেত্রকোনা সদর উপজেলা আহবায়ক কমিটি গঠন করেন।