
স্টাফ রিপোর্টার
প্রাণিসম্পদে ভরবে দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে নানা আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী পালন করা হয়েছে। সেবা সপ্তাহ ও প্রদর্শনী আজ বৃহস্পতিবার ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠানটি পালন করা হয়। নাটোর সদরের নির্বাহী কর্মকর্তা আকতার জাহান সাথী সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নাছের ভুঞা,নাটোর সদর নির্বাহী কর্মকর্তা সদর আকতার জাহান সাথী, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা জামান, উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন, সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও খামারিরা উপস্থিত ছিলেন। মেলায় ৩০ ষ্টল রয়েছে বিকেলে পুরুষ্কার বিতরনের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটবে।