
বিশেষ প্রতিনিধি, নেত্রকোনাঃ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু এবং শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির ৫নং ও ৬নং ওয়ার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ ২০২৫) দুগিয়া আব্বাছিয়া এমদাদুল উলুম ফাজিল স্নাতক মাদরাসার মাঠে এই আয়োজন করা হয়। এতে দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
আমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী বেপারির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউল্লাহ শফি, আরো উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক তোফাজ্জল হোসেন রতন,আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রব, ইউনিয়ন কৃষক দলের সভাপতি নুরুল ইসলাম দুলাল,নেত্রকোনা জেলা জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহব্বায়ক ইমরান সাদিক হিমেল,ইউনিয়ন যুবদলের আহব্বায়ক রহিস,ও সদস্য সচিব সাফায়েত হোসেন, আরও উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং ইফতারের পূর্বে শহীদ আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজকরা জানান, রমজানের পবিত্রতা ও সৌহার্দ্য বজায় রেখে তারা প্রতি বছরই এ ধরনের আয়োজন করে থাকেন এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।