
শামীম তালুকদার, ব্যুরো চিফ
আসন্ন এসএসসি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে কেন্দ্রভিত্তিক প্রস্তুতি বিষয়ে কক্ষ পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল ২০২৫) বিকাল ৩টায় নেত্রকোণা জেলার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র কেন্দ্রের কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা খাতুন।
এছাড়াও উপস্থিত ছিলেন নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকার, হল সুপার ও বড়ওয়ারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলী আকবর, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় নেত্রকোণা ভেন্যু কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব ও সহকারী প্রধান শিক্ষক (চঃ দাঃ) নাজমা বেগম, হল সুপার ও ঢেউটুকুন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, দত্ত উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান, হল সুপার ও সাতপাই বর্শীকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামসহ উক্ত কেন্দ্রের কক্ষ প্রত্যবেক্ষকবৃন্দ।
সভায় পরীক্ষার সময় আইন-শৃঙ্খলা বজায় রাখা, নকল প্রতিরোধ, সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কক্ষ পর্যবেক্ষকগণ তাদের মতামত ও প্রস্তুতির বিষয়েও মত প্রকাশ করেন।