
আল আমিন, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোঃ অহিদুজ্জামান লুটু (৪৮) মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি ওই গ্রামের মৃত আঃ হালিম মুন্সির ছেলে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রতিকারের আশায় লুটু থানায় লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি সংবাদ সম্মেলন করেছেন। তিনি জানান, চাকরি শেষে তিনি রেন্ট-কার ব্যবসায় যুক্ত রয়েছেন। ১ মে দিবাগত রাত আড়াইটার দিকে রংপুর থেকে গাড়ি ভাড়া শেষে নিজ এলাকার বাগজানা গ্যারেজে গাড়ি রাখার সময় স্থানীয় কালু মিয়া (২৫), বুলু মিয়া (৩০), আফজাল হোসেন (৬০) এবং সাখাওয়াত হোসেন (৫৫) তার ওপর হামলা চালায়।
লুটুর দাবি, সাখাওয়াতের নির্দেশে অন্যরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং গাড়ি থেকে টেনে নামিয়ে বাঁশ ও কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে হকিস্টিক দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করা হলে তিনি তা প্রতিহত করতে গিয়ে হাতে গুরুতর আঘাত পান। হামলাকারীরা তার মোবাইল ফোন ও গাড়িও ভাংচুর করে। এমনকি তাকে প্রাণনাশ ও লাশ গুমের হুমকিও দেয় বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাখাওয়াত হোসেন বলেন, “আমি স্থানীয় মাদ্রাসায় চাকরি করি। ঘটনার রাতে কী হয়েছে জানি না, সকালে শুনেছি। তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”