ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসায় শাজাহান মৃধা (৫৫) রোগীর মৃত্যুর সৌর ও বায়ু উৎপাদন ক্ষমতায় ১৫ গিগাওয়াট যোগ করতে সৌদি আরব ৮.৩ বিলিয়ন ডলারের নবায়নযোগ্য জ্বালানি চুক্তি স্বাক্ষর করেছে। শাল্লা উপজেলা জিয়া সৈনিক দলের কমিটি গঠন গোমস্তাপুরে জুলাই গণঅভ্যুথান দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  ভালুকায় মা ও শিশু সন্তানদের নির্মম ভাবে হত্যা দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বারহাট্টা উপজেলায় নিহত একজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ! ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ পালিত! নাটোরের বাগাটি পাড়া অনুমতি ছাড়া স্কুল আঙিনার ৩টি গাছ বিক্রি করলেন প্রধান শিক্ষক

মাদকের টানে ছেলের সর্বনাশ, জেলেই শান্তি খুঁজলেন বাবা-মা

নিউজ ডেস্ক, নেত্রপ্রকাশ 

 

মাদকাসক্ত ছেলের নিত্য অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে প্রশাসনের দ্বারস্থ হলেন বাবা-মা। নাটোরের বড়াইগ্রামে সোমবার (৫ মে) এমনই একটি ঘটনা ঘটে, যেখানে মা-বাবার হাতে ধরিয়ে দেওয়া ছেলেকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

 

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম স্বাধীন ইসলাম (২৬)। তিনি বড়াইগ্রাম উপজেলার আগ্রান গ্রামের আব্দুস সালামের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বাধীন মাদকাসক্ত হয়ে পড়েছেন। নিয়মিত মাদক সেবনের পাশাপাশি পরিবারের সদস্যদের ওপর চালাচ্ছিলেন নির্যাতন। বহুবার বোঝানোর পরও সংশোধন না হওয়ায় বাবা-মা বাধ্য হয়ে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে তুলে দেন।

 

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস তার স্বীকারোক্তি ও পারিবারিক অভিযোগের ভিত্তিতে স্বাধীনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন।

 

একই দিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরও চার মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়। পারকোল গ্রামের রিয়াজুল খানকে এক বছর, কালিকাপুর বেড়পাড়া গ্রামের দুই ভাই আব্দুল হালিম ও আব্দুল বারেককে এক মাস করে এবং হারোয়া গ্রামের মনজুর হোসেনকে ৭ দিনের কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

 

স্বাধীনের বাবা আব্দুস সালাম বলেন, “নানাভাবে চেষ্টা করেও ছেলেকে মাদক থেকে ফেরাতে পারিনি। বরং দিন দিন তার অত্যাচার আরও বেড়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়েই প্রশাসনের সহায়তা নিতে হয়েছে।”

 

ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, “মাদক নির্মূলে পরিবার যদি এমনভাবে সহযোগিতা করে, তাহলে সমাজে বড় পরিবর্তন আসবে। দণ্ডপ্রাপ্ত পাঁচজনকেই দুপুরেই কারাগারে পাঠানো হয়েছে।”

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসায় শাজাহান মৃধা (৫৫) রোগীর মৃত্যুর

মাদকের টানে ছেলের সর্বনাশ, জেলেই শান্তি খুঁজলেন বাবা-মা

আপডেট টাইমঃ ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

নিউজ ডেস্ক, নেত্রপ্রকাশ 

 

মাদকাসক্ত ছেলের নিত্য অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে প্রশাসনের দ্বারস্থ হলেন বাবা-মা। নাটোরের বড়াইগ্রামে সোমবার (৫ মে) এমনই একটি ঘটনা ঘটে, যেখানে মা-বাবার হাতে ধরিয়ে দেওয়া ছেলেকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

 

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম স্বাধীন ইসলাম (২৬)। তিনি বড়াইগ্রাম উপজেলার আগ্রান গ্রামের আব্দুস সালামের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বাধীন মাদকাসক্ত হয়ে পড়েছেন। নিয়মিত মাদক সেবনের পাশাপাশি পরিবারের সদস্যদের ওপর চালাচ্ছিলেন নির্যাতন। বহুবার বোঝানোর পরও সংশোধন না হওয়ায় বাবা-মা বাধ্য হয়ে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে তুলে দেন।

 

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস তার স্বীকারোক্তি ও পারিবারিক অভিযোগের ভিত্তিতে স্বাধীনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন।

 

একই দিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরও চার মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়। পারকোল গ্রামের রিয়াজুল খানকে এক বছর, কালিকাপুর বেড়পাড়া গ্রামের দুই ভাই আব্দুল হালিম ও আব্দুল বারেককে এক মাস করে এবং হারোয়া গ্রামের মনজুর হোসেনকে ৭ দিনের কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

 

স্বাধীনের বাবা আব্দুস সালাম বলেন, “নানাভাবে চেষ্টা করেও ছেলেকে মাদক থেকে ফেরাতে পারিনি। বরং দিন দিন তার অত্যাচার আরও বেড়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়েই প্রশাসনের সহায়তা নিতে হয়েছে।”

 

ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, “মাদক নির্মূলে পরিবার যদি এমনভাবে সহযোগিতা করে, তাহলে সমাজে বড় পরিবর্তন আসবে। দণ্ডপ্রাপ্ত পাঁচজনকেই দুপুরেই কারাগারে পাঠানো হয়েছে।”